যে ফর্মুলায় সবার থেকে এগিয়ে থাকা সম্ভব


কিছুদিন আগে আমি ব্যবসার ব্র্যান্ডিং নিয়ে রিসার্চ করছিলাম, তখন আমি দ্রুত ব্র্যান্ডিং করার সবচেয়ে কার্যকরী ফর্মুলা হিসেবে স্টোরি টেলিং মেথডকেই সবচেয়ে সময়োপযোগী হিসেবে সিলেক্ট করি। নিজের ব্যবসার প্রতিটা ক্ষেত্রে যেমন এড, মার্কেটিং ম্যাসেজ, ইউটিউব ও ফেসবুক কন্টেন্টে প্রয়োগ শুরু করি। অবাক করার বিষয় হচ্ছে যেমন চিন্তা করেছিলাম তার চেয়েও দ্রুত সময়ে আমি রেজাল্ট পাওয়া শুরু করি।
ফেসবুক এড খরচ কমে আসে, মানুষের কাছে অধিক বিশ্বস্ততা ও ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। আমার প্রোডাক্ট প্রাইস আগের চেয়ে ১০ গুণ বেশি মূল্যে বিক্রি করা শুরু করি। সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পজিটিভিটি ও একটা লয়াল কাস্টমার বেসড তৈরি হয় যা আমার সেল ও গ্রোথ অনেক বাড়িয়ে দেয়। অনেকের সাথে এই ফর্মুলা শেয়ার করি, তারাও আগের চেয়ে অনেক ভাল রেজাল্ট পাচ্ছে, তাই বিগত সময়ে বেস্ট সেলিং বই লেখার অভিজ্ঞতা থেকে আমি এই “ স্টোরিটেলিং ফর ব্র্যান্ডিং” বইটি লেখা সম্পন্ন করি। এই বইয়ে লেখা স্ট্র্যাটেজি যদি আপনার প্রতিদিন ৫ টি সেলও বৃদ্ধি করে তবে চিন্তা করেন এই স্ট্র্যাটেজি না জানার ফলে আপনি প্রতিমাসে ঠিক কতগুলো সেল বা টাকা লস করবেন
গল্প বলার মাধ্যমে আপনার ব্র্যান্ড এমনভাবে উপস্থাপন করতে শিখবেন, যা মানুষ সহজেই মনে রাখবে।
শুধু তথ্য না দিয়ে, কীভাবে আবেগ দিয়ে মানুষের মন ছোঁয়া যায়, সেটাই শেখাবে এই বই।
মানুষ গল্প শুনে সংযোগ অনুভব করে এবং কেনাকাটা করে। এই বই আপনাকে সেই সেতু তৈরি করতে সাহায্য করবে।
স্টোরিটেলিং এমনভাবে ব্র্যান্ডের কাহিনি গড়ে তোলে, যা গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সংযোগ তৈরি করতে সাহায্য করে।
আপনার ব্যক্তিগত গল্প আর অভিজ্ঞতা কীভাবে ব্র্যান্ডের শক্তি হয়ে উঠতে পারে, তা ধাপে ধাপে শেখাবে এই বই।
ভালো পণ্য থাকলেই হয় না, সেটাকে সঠিকভাবে উপস্থাপন করাটাই আসল। স্টোরিটেলিং এই জায়গায় আপনাকে এগিয়ে রাখবে।

একটা সময় ব্যবসা বড় করার জন্য দরকার ছিলো শুধু মার্কেটিং, বর্তমানে মার্কেটিংয়ের পাশাপাশি ব্র্যান্ডিং অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এখন সেই ব্র্যান্ডিংও হয়ে গেছে পার্সোনাল ব্র্যান্ডিং নির্ভর।
এখন কাষ্টমার যে কোন তথ্য কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে জানা ও শোনার চাইতে একজন এক্সপার্টের কাছ থেকে জানতে ও শুনতে বেশি পছন্দ ও বিশ্বাস করে। তাই এখন প্রতিটা কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করছে। একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে যদি আপনি নিজেই আপনার ব্যবসার ব্র্যান্ডি এম্বাসাডর হতে চান এবং ব্যবসার গ্রোথ আপনার কম্পিটিটরদের থেকে কয়েকগুণ বৃদ্ধি করতে চান তবে আমার লেখা ” স্টোরি টেলিং ফর ব্র্যান্ডিং ” বইটি আপনাকে প্রতিটা স্টেপে গাইড করবে।
আপনার কাছে আপনার একটি উন্মুক্ত প্রশ্ন রইলো, এই বইয়ে আমার লেখা অনেক সিক্রেট ও নতুন স্ট্র্যাটেজি এবং ফ্রেমওয়ার্ক আছে। এখন এই বইটি আপনি পড়ে নিজে এগিয়ে যাবেন নাকি বইটি না পড়ে আপনার জায়গায় অন্যকে এগিয়ে দিবেন.??
একটা সময় ব্যবসা বড় করার জন্য দরকার ছিলো শুধু মার্কেটিং, বর্তমানে মার্কেটিংয়ের পাশাপাশি ব্র্যান্ডিং অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এখন সেই ব্র্যান্ডিংও হয়ে গেছে পার্সোনাল ব্র্যান্ডিং নির্ভর।
এখন কাষ্টমার যে কোন তথ্য কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে জানা ও শোনার চাইতে একজন এক্সপার্টের কাছ থেকে জানতে ও শুনতে বেশি পছন্দ ও বিশ্বাস করে। তাই এখন প্রতিটা কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত ইনফ্লুয়েন্সার ও কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করছে। একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে যদি আপনি নিজেই আপনার ব্যবসার ব্র্যান্ডি এম্বাসাডর হতে চান এবং ব্যবসার গ্রোথ আপনার কম্পিটিটরদের থেকে কয়েকগুণ বৃদ্ধি করতে চান তবে আমার লেখা ” স্টোরি টেলিং ফর ব্র্যান্ডিং ” বইটি আপনাকে প্রতিটা স্টেপে গাইড করবে।
আপনার কাছে আপনার একটি উন্মুক্ত প্রশ্ন রইলো, এই বইয়ে আমার লেখা অনেক সিক্রেট ও নতুন স্ট্র্যাটেজি এবং ফ্রেমওয়ার্ক আছে। এখন এই বইটি আপনি পড়ে নিজে এগিয়ে যাবেন নাকি বইটি না পড়ে আপনার জায়গায় অন্যকে এগিয়ে দিবেন.??




ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি শাহরোজ ফারদি বিগত ৭ বছর যাবত কাজ করে যাচ্ছি। প্রথমদিকে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলেও পরবর্তীতে নিজের এজেন্সি প্রতিষ্ঠা করে সেখান থেকে কাজ করা হয় এবং পাশাপাশি ইউটিউব ও ফেসবুকে নিয়মিত কন্টেন্ট পাবলিশ করছি। আমি নিজে সরাসরি ৫ হাজারের বেশি মানুষকে ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশিক্ষণ দিয়েছি যার সম্মাননা হিসেবে পেয়েছি “ন্যাশনাল ইয়ুথ রাইজিং” এওয়ার্ড এবং পরবর্তীতে ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসা নিয়ে কাজ করার ক্ষেত্রে পেয়েছি “বেস্ট এফ-কমার্স এন্টারপ্রেনিয়র” এওয়ার্ড। তাছাড়া দেশের বিভিন্ন স্বনামধন্য নিউজ মিডিয়ায় আমার ও আমার কাজ সম্পর্কে প্রচার করা হয়েছে। বর্তমানে দেশের ই-কমার্স উদ্যোক্তাদের বিভিন্নভাবে অনলাইন ও অফলাইনে প্রশিক্ষণ দিচ্ছি। আমি নিজে একজন উদ্যোক্তা হিসেবে অন্য উদ্যোক্তাদের সাপোর্ট ও গাইডলাইন দিতে পছন্দ করি। সবকিছুর ঊর্ধ্বে নিজেকে একজন মেন্টর হিসেবে পরিচয় দিতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। স্বপ্ন দেখি হাজারো উদ্যোক্তা তৈরি করার, ইনশাআল্লাহ্ আমি পারবো





































জি, অবশ্যই। ইত্যিমধ্যে হাজারের অধিক উদ্যোক্তা বইটি পড়েছেন এবং সকলের রিভিউ অনেক ভালো। কারণ বইটিতে অনেক বেশি উদাহরণ ও কেস স্টাডি গল্পের মত করে তুলে ধরা হয়েছে যা আপনাকে মূল অর্থ বুঝতে সহায়তা করবে।
জি, অবশ্যই। ইত্যিমধ্যে হাজারের অধিক উদ্যোক্তা বইটি পড়েছেন এবং সকলের রিভিউ অনেক ভালো। কারণ বইটিতে অনেক বেশি উদাহরণ ও কেস স্টাডি গল্পের মত করে তুলে ধরা হয়েছে যা আপনাকে মূল অর্থ বুঝতে সহায়তা করবে।
জি, অবশ্যই। ইত্যিমধ্যে হাজারের অধিক উদ্যোক্তা বইটি পড়েছেন এবং সকলের রিভিউ অনেক ভালো। কারণ বইটিতে অনেক বেশি উদাহরণ ও কেস স্টাডি গল্পের মত করে তুলে ধরা হয়েছে যা আপনাকে মূল অর্থ বুঝতে সহায়তা করবে।

প্রতিদিন আমরা এমন অনেক কিছুতে টাকা খরচ করি, যা কয়েক ঘণ্টার মধ্যেই ভুলে যাই। কিন্তু একটা ভালো বই থেকে পাওয়া জ্ঞান? সেটা আপনাকে বদলে দিতে পারে, সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।
একজন উদ্যোক্তা হিসেবে ভেবে দেখুন –
এক কাপ কফি আপনাকে চাঙ্গা রাখবে কয়েক মুহূর্তের জন্য, কিন্তু একটা বই আপনাকে নতুন কিছু শেখাবে, যা সারা জীবন কাজে লাগবে।
আজ যে ছোট্ট বিনিয়োগটি করবেন, সেটাই কাল আপনাকে এগিয়ে রাখবে!
নিজের ভবিষ্যতে বিনিয়োগ করুন – কারণ জ্ঞান কখনো পুরনো হয় না!